খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Khulna University of Engineering & Technology

সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কুয়েট ক্যাম্পাসে কিভাবে পৌঁছাবে?

উত্তর: কুয়েট ক্যাম্পাস ফুলবাড়ীগেট, খুলনায় অবস্থিত। কুয়েট পৌঁছাতে Map-এর Link অনুসরণ করুন। ক্যাম্পাস ম্যাপ

প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ে আগত অতিথিদের জন্য কি আবাসন ব্যবস্থা আছে?

উত্তর: আছে। কুয়েটে সুসজ্জিত গেস্টহাউস আছে। যে সকল অতিথি বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে আসবেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গেস্টহাউস রুম বুকিং করতে পারবেন। গেস্টহাউসের ই-মেইল: guesthouse@kuet.ac.bd

প্রশ্ন: কুয়েট ক্যাম্পাস পরিদর্শনে আসতে পারি কি?

উত্তর: ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে কুয়েট ক্যাম্পাস পরির্দশনে আসতে হলে, পরিদর্শনের পূর্বে ছাত্রকল্যান অফিস থেকে অনুমতি নিতে হবে। যোগাযোগ PABX: 041-769468-75 Ext-161

প্রশ্ন: খুলনা শহরের সাথে ক্যাম্পাসের যোগাযোগ ব্যবস্থা কেমন?

Ans: শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীদের জন্য ক্যাম্পাস হতে খুলনা শহরে বিভিন্ন সময়ে বাস আছে। বাসের সময়সূচী জানার জন্য অনুগ্রহপূর্বক লিঙ্কটি ভিজিট করুন বাসের সময়সূচী

প্রশ্ন: আমি কিভাবে কুয়েট অ্যালামনাইয়ের সদস্য হতে পারি?

উত্তর: কুয়েট অ্যালামনাইয়ের সদস্য হতে বা কুয়েট অ্যালামনাই সম্পর্কে তথ্য পেতে ভিজিট করুন কুয়েট অ্যালামনাই

প্রশ্ন: কুয়েটের জিমনেসিয়াম ও সুইমিংপুল কিভাবে ব্যবহারের অনুমতি পেতে পারি?

উত্তর: অনুগ্রহপূর্বক ছাত্রকল্যাণ পরিচালক (DSW)এর দপ্তর, কুয়েট এ যোগাযোগ করুন PABX: 041-769468-75 Ext-161

প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুমতি কিভাবে পেতে পারি?

উত্তর: বহিরাগত কেউ কুয়েটের খেলার মাঠটি ব্যবহারের জন্য অনুমোদিত নয় । অনুগ্রহপূর্বক ছাত্রকল্যাণ পরিচালক (DSW)এর দপ্তর, কুয়েট এ যোগাযোগ করুন । PABX: 041-769468-75 Ext-161

প্রশ্ন : কিভাবে ডিস্টেন্সলার্নিং সেন্টার ব্যবহারের অনুমতি পেতে পারি?

উত্তর: ডিস্টেন্সলার্নিং সেন্টার ভিডিও কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ এবং ট্রেনিং ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। ডিস্টেন্সলার্নিং সেন্টার ব্যবহারের অনুমতির জন্য পরিচালক, আইআইসিটি, কুয়েট দপ্তরে যোগাযোগ করুন ।

প্রশ্ন : কুয়েটে কি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ডিপ্লোমা ও ট্রেনিং কোর্স করার সুযোগ আছে?

উত্তর: আইআইসিটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ডিপ্লোমা ও ট্রেনিং কোর্সে নিয়মিতভাবে জানুয়ারি ও জুলাই মাসে ছাত্রছাত্রী ভর্তি নিয়ে থাকে। বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক ভিজিট করুন আইআইসিটি

● আইডিএম পি.এইচ.ডি, নিয়মিত মাস্টার্স, ডিপ্লোমা ও ট্রেনিং কোর্সে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের ভর্তি করে থাকে। বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক ভিজিট করুন আইডিএম

● আই.ই.পি.টি পি.এইচ.ডি, নিয়মিত মাস্টার্স, ডিপ্লোমা ও ট্রেনিং ট্রেনিং কোর্সে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের ভর্তি করে থাকে। বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক ভিজিট করুন আইইপিটি

● সি.এস.ই বিভাগে সিসকো নেটওয়ার্কিং প্রোগ্রামে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের ভর্তি করে থাকে। বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক ভিজিট করুন সিসকো ফেসবুক

প্রশ্ন: কিভাবে আন্ডার গ্রাজুয়েট-এ ভর্তি আবেদন করবো?

উত্তর: আন্ডার গ্রাজুয়েট-এ ভর্তির আবেদনের জন্য লিংকটি ভিজিট করুন For Requirement, Quota For Submit Application

প্রশ্ন: ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বের বছরে H.S.C পাশকৃত ছাত্র-ছাত্রীরা কি আবেদন করতে পারবে?

উত্তর: না। শুধু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বছরের H.S.C পাশকৃত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। বিস্তারিত জানার জন্য অনুগ্রহপূর্বক ভিজিট করুন আন্ডারগ্রাজুয়েট ভর্তি তথ্য

প্রশ্ন: আন্ডার গ্রাজুয়েট-এ ভর্তির ন্যূনতম যোগ্যতা কি?

উত্তর: আন্ডার গ্রাজুয়েট-এ ভর্তির ন্যূনতম যোগ্যতা জানতে অনুগ্রহপূর্বক ভিজিট করুন ভর্তি নির্দেশিকা

প্রশ্ন: আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থা কেমন?

উত্তর: ছাত্রদের জন্য ৬টি আবাসিক হল আছে এবং ছাত্রীদের জন্য ১টি আবাসিক হল আছে। সাধারনত ১ম বর্ষের পর ছাত্ররা হলে সিট পেয়ে থাকে। ছাত্রীরা ভর্তির পর থেকেই হলে সিট পেয়ে থাকে।

প্রশ্ন: কিভাবে আবাসিক হলের পাওনাদি পরিশোধ করা যায়?

উত্তর: প্রথমে হল অফিস থেকে টাকা জমা রশিদ সংগ্রহ করতে হবে এবং জনতা ব্যাংক কুয়েট শাখায় টাকা প্রদান করতে হবে।

প্রশ্ন : কিভাবে হল ডিউস ও মিল অন অফ সংক্রান্ত তথ্য পেতে পারি?

উত্তর: হ্যাঁ ,কুয়েটের ওয়েব সাইট থেকে শিক্ষার্থী কর্নার-এ ক্লিক করে সংশ্লিষ্ট হলে ছাত্রছাত্রীদের নিজস্ব একাউন্টে লগইন করে হল ডিউস ও মিল অন অফ সংক্রান্ত তথ্য পেতে পারে। শিক্ষার্থী কর্নার

প্রশ্ন : আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে কি না?

উত্তর: শিক্ষার্থীদের বিভিন্ন উৎস থেকে কিছু বৃত্তি আছে। বিস্তারিত জানার জন্য অনুগ্রহপূর্বক ভিজিট করুন বৃত্তি

প্রশ্ন : পলিটেকনিক থেকে পাশ করা ছাত্রছাত্রীরা কি কুয়েটে ভর্তির জন্য আবেদন করার যোগ্যতা রাখে?

উত্তর: না। পলিটেকনিক থেকে পাশ করা ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপ্লোমা ও ট্রেনিং প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবে।

প্রশ্ন: কিভাবে পোস্ট গ্রাজুয়েট-এ ভর্তি আবেদন করবো?

উত্তর: পোস্ট গ্রাজুয়েট-এ ভর্তির আবেদনের জন্য লিংকটি ভিজিট করুন পোস্ট গ্রাজুয়েট ভর্তি

প্রশ্ন: কখন পোস্ট গ্রাজুয়েট-এ ভর্তির আবেদন করবো?

উত্তর: পোস্ট গ্রাজুয়েট-এ ভর্তি বছরে ২ বার নেওয়া হয়, জানুয়ারী ও জুলাই সেশন।

প্রশ্ন: পোস্ট গ্রাজুয়েট-এ ভর্তির ন্যূনতম যোগ্যতা কি?

উত্তর: পোস্ট গ্রাজুয়েট-এ ভর্তির ন্যূনতম যোগ্যতা জানতে অনুগ্রহপূর্বক দেখুন পোস্ট গ্রাজুয়েট ভর্তি নির্দেশিকা

প্রশ্ন : পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রী কি কোন ধরনের অর্থায়নের ব্যবস্থা আছে?

উত্তর: পূর্ণকালীন ছাত্রছাত্রীদের জন্য টিচিং এসিস্ট্যান্ট হিসাবে কাজ করার সুযোগ আছে । এর জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রশ্ন: পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের কি আবাসন ব্যবস্থা আছে?

Ans: পূর্ণকালীন ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসন ব্যবস্থা আছে।

প্রশ্ন: কিভাবে মূল সনদপত্র পেতে পারি?

উত্তর: ) মূল সনদপত্র আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। (ফর্মটি পেতে লিংকটি ভিজিট করুন এখানে )

● জনতা ব্যাংক, কুয়েট শাখায় নির্দিষ্ট পরিমাণ টাকা (২৫০০/-) জমা দিতে হবে। (জমা রশিদ পেতে লিংকটি ভিজিট করুন এখানে )

● আবেদন ফর্ম ও টাকা জমা রশিদ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ৩০৪ নং কক্ষে জমা দিন।

বিশেষ দ্রষ্টব্য: প্রভিশনাল সনদপত্র জমা দিয়ে মূল সনদপত্র নিতে হবে।

প্রশ্ন: কিভাবে ট্রান্সক্রিপটের ট্রু কপি পেতে পারি?

উত্তর: জনতা ব্যাংক, কুয়েট শাখায় নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে। (জমা রশিদ পেতে লিংকটি ভিজিট করুন এখানে )

● ট্রান্সক্রিপটের ফটোকপি ( স্ক্যান কপি অনুমোদিত নয়) ৮০ গ্রাম কাগজে ফটোকপি করতে হবে এবং টাকা জমা রশিদ ৩০৩ নং কক্ষে জমা দিন।

প্রশ্ন: মূল সনদপত্র ও অন্যান্য নথিপত্র কি অথোরাইজড ব্যক্তি দ্বারা উত্তোলন করা যাবে?

উত্তর: মূল সনদপত্র উত্তোলনের জন্য অথোরাইজড ব্যক্তি অব্যশই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। মূল সনদপত্রের আবেদন ফর্ম, টাকা জমা রশিদ ও অথোরাইজেশন লেটারসহ ৩০৪নং রুমে জমা দিতে হবে।
অথোরাইজেশন লেটার টি ডাউনলোড করুন এখান থেকে

প্রশ্ন : কিভাবে ক্লিয়ারেন্স পেতে পারি?

উত্তর: শিক্ষা শাখা হতে দুই কপি ক্লিয়ারেন্স ফর্ম নিতে হবে।

● সংশ্লিষ্ট সকল দপ্তর হতে ছাড়পত্র স্বাক্ষর নিতে হবে।

● ফর্মে উল্লেখিত অন্যান্য সকল নির্দেশনা সম্পন্ন করতে হবে।

● সর্বশেষে রেজিস্ট্রার দপ্তর হতে স্বাক্ষর নিতে হবে।

প্রশ্ন : WES ভেরিফিকেশন কিভাবে করা যাবে?

উত্তর: WES প্রদত্ত ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে।

● নির্দিষ্ট পরিমান টাকা(৫০০/-) জনতা ব্যাংক কুয়েট শাখায় জমা দিতে হবে। ( ডিপোজিট স্লিপ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাওয়া যাবে, ফর্মটি ডাউনলোড করুন এখান থেকে)

● ফর্ম, টাকা জমা রশিদ ও প্রয়োজনীয় সনদপত্র সহ পরীক্ষা শাখার ৩০৩ নং রুমে জমা দিতে হবে।

প্রশ্ন: মূল সনদপত্র অথবা সাময়িক সনদপত্র হারিয়ে গেলে কি করতে পারি?

উত্তর: থানায় জিডি করতে হবে।

● স্থানীয় অথবা জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিসহ পুনরায় আবেদন করতে হবে।

● জনতা ব্যাংক, কুয়েট শাখায় শুধুমাত্র টাকা জমা দিন। ( ডিপোজিট স্লিপ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাওয়া যাবে, ফর্মটি ডাউনলোড করুন এখান থেকে )

● জিডি কপি, হারিয়ে যাওয়া বিজ্ঞাপন কপি এবং অর্থ জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে পরীক্ষার নিয়ন্ত্রক, কুয়েট বরাবর জমা দিন ।

● প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পরে আপনি নির্দিষ্ট সময় পর আপনার ডুপ্লিকেট সার্টিফিকেটটি পাবেন।

প্রশ্ন: কিভাবে লাইব্রেরী কার্ড পাবো?

উত্তর: আন্ডার গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশনের দিন লাইব্রেরী কার্ড দেওয়া হবে। (আলাদাভাবে আবেদনের দরকার নেই)।

● পোস্ট গ্রাজুয়েট (পূর্ণকালীন) ছাত্র-ছাত্রীদের লাইব্রেরী কার্ডের জন্য আবেদন করতে হবে।

প্রশ্ন: লাইব্রেরী কার্ড ও ছাত্রছাত্রীদের পরিচয়পত্র কি একই?

উত্তর: বর্তমানে, লাইব্রেরী কার্ড ও ছাত্রছাত্রীদের পরিচয়পত্র একই।

প্রশ্ন: কিভাবে কুয়েটের লাইব্রেরীর ওয়েবসাইটে যেতে পারি?

Ans: কুয়েটের লাইব্রেরীর ওয়েবসাইটে যেতে ভিজিট করুন লিঙ্ক

প্রশ্ন: লাইব্রেরী কার্ড হারিয়ে গেলে কি করতে পারি?

Ans: নিকটবর্তী থানায় জিডি করতে হবে

● লাইব্রেরীতে জানাতে হবে এবং জিডি কপি সহ নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে।